• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

দেশ পেরিয়ে- পর্ব ২

ইউরোপের শ্রমবাজার: কোথায় পিছিয়ে আছে বাংলাদেশ?

প্রকাশিত: ১৬:৫২, ১৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:১০, ১৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ

ডয়চে ভেলে ও বাংলাভিশনের যৌথ প্রযোজনায় প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘দেশ পেরিয়ে’। ইউরোপে অভিবাসন বিষয়ে এটি আমাদের নতুন আয়োজন। মোট পাঁচটি পর্বে এই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। গত ১০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে বাংলাভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে।

দ্বিতীয়পর্বের বিষয়: ইউরোপের শ্রমবাজার। জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, পর্তুগালসহ ইউরোপের শ্রমবাজারে বাংলদেশিদের অংশগ্রহণ আছে৷ কিন্তু তা যথেষ্ট নয়৷ তারওপর সঠিক পথে নিয়ম মেনে কতজন যাচ্ছেন সেখানে? ইউরোপের শ্রমবাজার ও বাংলাদেশের সুযোগ বিষয়ে আমরা আরো আলোচনা করেছি।

জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন,পর্তুগালসহইউরোপেরশ্রমবাজারেবাংলদেশিদেরঅংশগ্রহণ আছে৷ কিন্তু তা যথেষ্ট নয়৷ তারওপর সঠিক পথে নিয়ম মেনে কতজন যাচ্ছেন সেখানে?

পরিসংখ্যান দিয়ে দেখা যাক৷ বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে, ২০২৪ সালে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী গেছেন ১০ লাখের বেশি৷ এর মধ্যে ইউরোপের দেশগুলোতে গেছেন মাত্র ১৬ হাজার। ইউরোপের শ্রম বাজারে যে কর্মীর চাহিদা দিন দিন বাড়ছে, তা কিন্তু অজানা নয়৷ তাহলে কোথায় পিছিয়ে আছে বাংলাদেশ?

ইউরোপের শ্রমবাজারে দক্ষকর্মীর চাহিদা আসলে কেমন? সেটি জানতে এখন আমরা যাবো জার্মানিতে৷ বলা হচ্ছে, জার্মানির শ্রমবাজারে সংকট তীব্র৷ তাদের প্রচুর দক্ষ কর্মী প্রয়োজন৷ কিন্তু সেটি ঠিক কেমন? বাংলাদেশিরাই বা কীভাবে এই সুযোগ কাজে লাগাতে পারে?

ইউরোপের শ্রমবাজার ও বাংলাদেশের সুযোগ বিষয়ে আমরা আরো আলোচনা করবো৷ 
প্রথম প্রশ্ন- ইউরোপের দেশগুলোতে দক্ষকর্মীর সংকটের কথা বলা হচ্ছে? এই চাহিদা কেন তৈরি হচ্ছে? বাংলাদেশিরা কেমন করে এই চাহিদার সুযোগ নিতে পারেন?
সে জন্য সরকারের জায়গা থেকে কী ধরনের উদ্যোগ নিতে হবে? চ্যালেঞ্জগুলো কোথায়?

দর্শক, আপনাদের কোনো প্রশ্ন ও মতামত থাকলে লিখুন মন্তব্যের ঘরে৷ একই সঙ্গে ডয়চে ভেলে ও বাংলাভিশনের এই যৌথ প্রযোজনাটি কেমন লাগলো জানাবেন৷ আগামীপর্বে আমরা কথা বলবো অভিবাসনের আরো নানা চ্যালেঞ্জ নিয়ে৷ ততক্ষণ ভালো থাকুন৷ ধন্যবাদ৷ 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2