• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বিখ্যাত ল্যুভর মিউজিয়াম থেকে ‘অমূল্য গয়না’ চুরি 

প্রকাশিত: ১৮:৩৮, ১৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বিখ্যাত ল্যুভর মিউজিয়াম থেকে ‘অমূল্য গয়না’ চুরি 

ফাইল ছবি

ফ্রান্সের বিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি হয়েছে। একদল চোর জানালা ভেঙে ভেতরে ঢোকে এবং ৯টি মূল্যবান অলংকার নিয়ে একটি স্কুটারে করে পালিয়ে যায়। এই ঘটনার পর জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী রাচিদা দাতি। রবিবার (১৯ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

ফরাসি দৈনিক লা পারিসিয়ান বলেছে, রবিবার ভোরের দিকে প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে বেশ কিছু অমূল্য গয়না চুরি হয়েছে। জাদুঘরের নেপোলিয়ন সংগ্রহশালা থেকে এসব গয়না চুরি গেছে। 

দেশটির পুলিশের বরাত দিয়ে এএফপি বলেছে, একদল চোর স্কুটারে করে এসে জাদুঘরে ঢোকার জন্য ছোট চেইনস করাত ব্যবহার করে এবং একটি পণ্যবাহী লিফট দিয়ে নির্দিষ্ট কক্ষে পৌঁছায়। তারা গয়না নিয়ে জাদুঘর থেকে পালিয়ে যায়। চুরি যাওয়া গয়নার মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।

ফরাসি দৈনিক লা পারিসিয়ান জানায়, চোরের দল নির্মাণাধীন সেইন নদীমুখী প্রাচীরের পাশ দিয়ে জাদুঘরে প্রবেশ করে। তারা পণ্যবাহী এলিভেটর ব্যবহার করে অ্যাপোলো গ্যালারির কক্ষে পৌঁছায় এবং জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে নেপোলিয়ন ও সম্রাজ্ঞীর গয়না সংগ্রহশালা থেকে ৯টি গয়না চুরি করে।

চুরির পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ল্যুভর জাদুঘরের বাইরে ব্যারিকেড বসানো হয়েছে এবং দর্শনার্থীরা জাদুঘর খোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। জাদুঘর সংলগ্ন এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2