‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বহু শহরে ‘নো কিংস’ শীর্ষক বিক্ষোভ–সমাবেশ হয়েছে।শনিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা থেকে সারা দেশে ২ হাজার ৬০০–এর বেশি জায়গায় এমন বিক্ষোভ হয়েছে বলে মনে করছেন আয়োজকরা। বিক্ষোভে অংশ নিতে রাস্তায় নেমে আসে কয়েক লাখ মানুষ।
বিক্ষোভের শুরুতেই নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে জড়ো হন হাজারো মানুষ। রাস্তাঘাট ও সাবওয়ের প্রবেশমুখেও ছিল উপচে পড়া ভিড়। অনেকেই হাতে প্ল্যাকার্ড ধরে রেখেছিলেন। এর মধ্যে ‘গণতন্ত্র, রাজতন্ত্র নয়’ এবং ‘সংবিধান ঐচ্ছিক কোনো বিষয় নয়’ লেখা পোস্টারও ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আয়োজক কর্তৃপক্ষের দাবি, ট্রাম্পের ‘স্বৈরাচারী মনোভাব ও কর্তৃত্ববাদী শাসন’ রুখতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তাদের ওয়েবসাইটে লেখা, ‘প্রেসিডেন্ট মনে করেন, তিনিই সর্বেসর্বা। কিন্তু যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই এবং আমরা বিশৃঙ্খলা, দুর্নীতি ও নিষ্ঠুরতার বিরুদ্ধে সব সময় কথা বলে যাবো।’
শুধু যুক্তরাষ্ট্র নয়, সংহতি জানিয়ে জার্মানির বার্লিন, স্পেনের মাদ্রিদ এবং ইতালির রোমেও একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ হয়েছে। আন্তর্জাতিক পরিসরে ধীরে ধীরে এই আন্দোলনের সমর্থন বাড়ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল দাবি করেছে, এই বিক্ষোভে বামপন্থি সংগঠন অ্যান্টিফা জড়িত। তবে এখনো এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ইতিমধ্যে কয়েকটি রিপাবলিকান নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ডকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। টেক্সাস ও ভার্জিনিয়ার গভর্নররা আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যদিও সামরিক উপস্থিতি কতটা দৃশ্যমান হবে তা এখনও অনিশ্চিত।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বিবিসিকে বলেন, ‘অ্যান্টিফা সংশ্লিষ্ট বিক্ষোভের আশঙ্কায় অস্টিনে সেনা মোতায়েন করা হয়েছে।’ এর নিন্দা জানিয়ে রাজ্যের ডেমোক্রেটিক নেতা জিন উ বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করতে সামরিক বাহিনী ব্যবহার করা রাজা ও স্বৈরশাসকদের কাজ। গ্রেগ অ্যাবট প্রমাণ করেছেন তিনিও সেই পথে হাঁটছেন।’
একইভাবে ভার্জিনিয়ার গভর্নর গ্লেন ইয়ংকিনও ন্যাশনাল গার্ড সক্রিয় করার ঘোষণা দিয়েছেন। এদিকে বিক্ষোভের প্রধান কর্মসূচি হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, যেখানে সিনেটর বার্নি স্যান্ডার্স মূল বক্তা হিসেবে অংশ নিচ্ছেন। লস অ্যাঞ্জেলেসেও বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, বিক্ষোভের আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা আমাকে রাজা বলে ডাকছে, কিন্তু আমি কোনো রাজা নই।’
সূত্র: বিবিসি
বিভি/এসজি
মন্তব্য করুন: