• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি: আইডিএফ প্রধান 

প্রকাশিত: ১২:৫৬, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:০২, ২৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি: আইডিএফ প্রধান 

আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যতক্ষণ না নিহত সব ইসরাইলি বন্দির দেহ ফিরিয়ে দিচ্ছে গাজায় যুদ্ধ শেষ হবে না বলে ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। ২০২৬ সালে প্রবেশের আগে সামরিক বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা ও অভিজ্ঞতা মূল্যায়নের অংশ হিসেবে আয়োজিত এক উচ্চপর্যায়ের সামরিক সম্মেলনে তিনি এ কথা বলেন। 

সোমবার (২৭ অক্টোবর) আয়োজিত ওই সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে উপস্থিত ছিলেন সব অপারেশনাল ইউনিট কমান্ডার। আইডিএফ জানায়, এই সম্মেলন সামরিক বাহিনীর জন্য একটি নতুন ‘শিক্ষণ প্রক্রিয়ার সূচনা’, যেখানে যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগাম প্রস্তুতির দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। রিজার্ভ বাহিনীর কমান্ডারদের নিয়েও একই ধরনের সভা অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে।

জেনারেল জামির বলেন, আইডিএফ ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, তবে অতীতকে কাঁধে নিয়ে। শিক্ষা নেওয়া এবং অভিজ্ঞতা অর্জন করা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। এ কাজ আমরা সাহস ও দৃঢ়তার সঙ্গে করবো।

তিনি আরও বলেন, এখন আমাদের দায়িত্ব হলো আমাদের সৈন্যদের ও তাদের পরিবারের যত্ন নেওয়া, সংগঠনগত শৃঙ্খলা ও প্রস্তুতি আরও দৃঢ় করা, এবং সব সীমান্তে যে নতুন চ্যালেঞ্জগুলো সামনে আসছে, সেগুলোর জন্য প্রস্তুতি নেওয়া।

জামির স্পষ্টভাবে উল্লেখ করেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। নিহত বন্দিদের দেহ ফিরিয়ে আনার এই পবিত্র মিশন সম্পন্ন না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে, এবং হামাসের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2