• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্র ও জাপানের বিরল খনিজ চুক্তি স্বাক্ষর 

প্রকাশিত: ১৪:১৯, ২৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্র ও জাপানের বিরল খনিজ চুক্তি স্বাক্ষর 

জাপানের রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ উপাদান সরবরাহ নিশ্চিতে জাপানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। 

মালয়েশিয়া সফর শেষে সোমবার (২৭ অক্টোবর) জাপানে যান মার্কিন প্রেসিডেন্ট। ইমপেরিয়াল প্যালেসে রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে তাকে স্বাগত জানান জাপানের সম্রাট নারুহিতো। ২০১৯ সালের পর এটি ট্রাম্পের প্রথম জাপান সফর।  

মঙ্গলবার (২৮ অক্টোবর) জাপানের নতুন ও প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় তাদের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তাসহ নানা ইস্যুতে আলোচনা হয়। 

সানায়ে তাকাইচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর ও টেকসই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চাই, বিশেষ করে প্রযুক্তি, জ্বালানি ও কৃষি খাতে। যেখানে টোকিও-ওয়াশিংটন উভয়ই শক্তিশালী এবং আরও সমৃদ্ধ হবে।

তাকাইচির জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ঐতিহাসিক অর্জনের প্রশংসা করেন ট্রাম্প। নতুন প্রধানমন্ত্রীর সামরিক ব্যয় বৃদ্ধির পরিকল্পনাকেও স্বাগত জানান তিনি।  

বৈঠক শেষে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকার সরবরাহ নিশ্চিতে একটি কাঠামো চুক্তি সই করেন দুই নেতা। সমন্বিত বিনিয়োগ ও ন্যায্য বাজার নিশ্চিতের মাধ্যমে সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করতেই এ পদক্ষেপ বলে জানিয়েছে হোয়াইট হাউস।বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প-তাকাইচি বৈঠক শুধু দুই দেশের সম্পর্ক নয়, বরং জাপানের নতুন নেতৃত্ব ও অর্থনৈতিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ। 

সূত্র: রয়টার্স  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2