আবারও শক্তিশালী ভূমিকম্প তুরস্কে, কেঁপে উঠলো গ্রিস ও সাইপ্রাস
আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কের পশ্চিমাঞ্চলে। ধসে পড়েছে একাধিক ভবন। প্রাথমিকভাবে অন্তত ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গ্রিস, সাইপ্রাসেও ভূমিকম্পের প্রভাব পড়েছে।
তিন মাসেরও কম সময়ে একই এলাকায় আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্প এটি। মার্কিন ভূ তাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছয় বললেও ছয় দশমিক এক দাবি করেছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
স্থানীয় সময় সোমবার রাত দশটা আটচল্লিশ মিনিটে বালিকেসির প্রদেশে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে প্রায় ছয় কিলোমিটার গভীরে। বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সিন্দিরগি শহরে। সেখানে অন্তত তিনটি বহুতল ভবন আর দুই তলা দোকান ধসে পড়েছে।
ভূমিকম্পের পর একাধিক আফটার শকে কেঁপে উঠেছে পাশের প্রদেশ বুরসা, মানিসা, ইজমির ছাড়াও ইস্তাম্বুল শহর। আতঙ্কে ঘরের বাইরে রাত কাটিয়েছেন দুর্গত এলাকাবাসী। বৃষ্টি শুরু হলে তাদের আশ্রয় দিতে মসজিদ, স্কুল আর স্টেডিয়ামের দরজা খুলে দেয়া হয়।
গত জুলাই ও আগস্টে একই এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে। ২০২৩ সালে হাতায় প্রদেশের আন্তাকিয়া শহরে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে প্রাণহানি হয় অন্তত ৫৩ হাজার মানুষের।
বিভি/এজেড




মন্তব্য করুন: