গাজায় ড্রোন হামলা: আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
আরও এক জিম্মির মরদেহ ইসরাইলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী-হামাস। এদিকে, গাজায় ড্রোন হামলায় আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এতে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
হামাসের কাছে থেকে বুঝে নেয়া জিম্মির মরদেহটি ইসরাইলের কাছে হস্তান্তর করেছে রেডক্রস। লাশটি তেল-আবিবে নেয়ার পর পরিচয় শনাক্তের জন্য ফরেন্সিক পরীক্ষাগারে পাঠানো হয়। এনিয়ে হামাসের হাতে থাকা ২৮টি মরদেহের মধ্যে ১৬টি ফেরত দেয়া হলো।
গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর শর্ত মেনে ১৩ অক্টোবর জীবিত ২০ জন জিম্মির সবাইকে ছেড়ে দেয় হামাস।
এদিকে, জিম্মির লাশ হস্তান্তরের আগে সোমবার গাজার খান ইউনিসে ড্রোন হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এনিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে অন্তত ৮ জন ফিলিস্তিনিকে হত্যা আর ১৩ জনকে আহত করলো ইসরাইলি সেনারা।
যদিও, এক যুদ্ধবিরতির লঙ্ঘন বলতে নারাজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। এয়ারফোর্স ওয়ানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরসঙ্গী রুবিও এমন মন্তব্য করেন। ইসলামিক জিহাদের সদস্যদের লক্ষ্য করে এসব হামলা হচ্ছে বলে ইসরাইলের পক্ষে সাফাই দিয়েছেন তিনি।
বিভি/এজেড




মন্তব্য করুন: