রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে: ট্রাম্প
সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার (২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে চুক্তির আগে ভূখণ্ড নিয়ে কিছু জটিল সমীকরণ রয়েছে, তার সমাধান করতে হবে। খুব দ্রুতই ইউরোপীয় নেতা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এই প্রসঙ্গে আলোচনা করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প।
এদিকে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুদ্ধবিরতির চুক্তিতে যেতে হলে ইউক্রেনকে পুরো দনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। এমনকি রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের বাকি অংশেরও দখল চায় মস্কো। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভূখণ্ডের বিনিময়ে শান্তি চান না।
বিশ্লেষকদের মতে, রবিবারের বৈঠকে ভূখণ্ড বিনিময়ের হিসাব চুকাতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কি। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসানে এই সমস্যার সমাধান না হলে চুক্তি হওয়া কঠিন বলেই মত তাদের।
বিভি/এসজি




মন্তব্য করুন: