সিরিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা, নিহত ৩
সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়া, তারতুস ও জাবলেহতে বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক মানুষ।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আটক সেনাসদস্যদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবিতে রবিবার (২৮ ডিসেম্বর) শত শত মানুষ রাস্তায় নেমে আসে। লাতাকিয়া ও তারতুসে বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে গোলাগুলি ও গ্রেনেড হামলাও হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের ওপর গুলি চালানো হয়েছে সিরিয়া সরকারের নির্দেশে।
যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে সরকার। উত্তেজনাকর এলাকাগুলোতে অতিরিক্ত সামরিক যান ও সেনা মোতায়েন করে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্লেষকদের মতে, গৃহযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হলেও সিরিয়ায় রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভাজনের ক্ষত এখনো কাটেনি। পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিভি/এসজি




মন্তব্য করুন: