• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ায় বৃদ্ধ নিবাসে ভয়াবহ আগুনে ১৬ জনের প্রাণহানি

প্রকাশিত: ১১:৩০, ২৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ইন্দোনেশিয়ায় বৃদ্ধ নিবাসে ভয়াবহ আগুনে ১৬ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে এক বৃদ্ধ নিবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। দেশটির স্থানীয় একজন পুলিশ কর্মকর্তাকে বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

মানাদো শহরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সংস্থার প্রধান জিম্মু রোটিনসুলু বলেন, রবিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ‘ওয়েরধা দামাই অবসর গৃহে’ আগুন লাগার খবর পান দমকলকর্মীরা।

স্থানীয় পুলিশ কর্মকর্তা আলমশাহ পে. হাসিবুয়ান জানান, রবিবার রাতে ওয়েরধা দামাই নামের ওই বৃদ্ধ নিবাসের আগুন চূড়ান্তভাবে নিভানো সম্ভব হয়। কর্তৃপক্ষ আগুন লাগার কারণ তদন্ত করে দেখছে।

রয়টার্স জানিয়েছে, আগুন পুরো বাড়িটিকে গ্রাস করে নেয়, এতে রাতের আকাশ আলোকিত হয়ে যায়। স্থানীয়রা জ্বলন্ত ভবনটি থেকে বয়স্ক মানুষদের বের করে নিয়ে আসতে সাহায্য করেন।

মানাদোর দমকল পরিষেবার প্রধান জিমি রোতিনসুলু মেট্রো টিভিকে জানিয়েছেন, নিবাসটির অধিকাংশ বাসিন্দা বৃদ্ধ, তারা ভবনের ভেতরে আটকা পড়েছিলেন। এতে ১৬ জন মারা যান আরও তিনজন দগ্ধ হন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2