মেক্সিকোয় ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জন নিহত, আহত অন্তত ৯৮
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৯৮ জন আহত হয়েছেন। ট্রেনটিতে ২৫০ জন যাত্রী ছিলো। মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে, রবিবার দেশটির দক্ষিণাঞ্চলের দিকে যাত্রা করা ‘ইন্টারওশেনিক’ ট্রেনটি ওহাকার নিজান্দা শহরের কাছে বাঁক নেওয়ার সময় লাইনচ্যুত হয়। আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, ট্রেনটি রেললাইন থেকে ছিটকে গিয়ে একটি পাহাড়ের ঢালে আংশিক ঝুলে আছে। উদ্ধারকর্মীরা সেখান থেকে যাত্রীদের উদ্ধারে কাজ করছেন। এই দুর্ঘটনায় মোট ৯৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। নৌবাহিনীর সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ওহাকার গভর্নর সলোমন জারা ক্রুজ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: