• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে পুরোনো বার্তা দিলো সৌদি আরব

প্রকাশিত: ১৭:৪০, ১৮ এপ্রিল ২০২২

আপডেট: ১৮:১৬, ১৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে পুরোনো বার্তা দিলো সৌদি আরব

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবারের ওই আলাডে সৌদি যুবরাজ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শাহবাজ শরিফকে উষ্ণ অভিনন্দন জানান। 

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, আলাপকালে শাহবাজ শরিফ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও আরও জোরদার করতে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন:

বিবৃতিতে বলা হয়েছে, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ কথোপকথনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাজা সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স সালমানকে তাদের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সৌদি আরবের উল্লেখযোগ্য অগ্রগতি এবং উন্নয়ন অর্জনের জন্য গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

এছাড়া বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগসহ সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করতে একসঙ্গে কাজ করতে সম্মত হন দু’জন।

এ সময় শাহবাজ শরিফ সৌদি আরবের ঐতিহাসিক ও অব্যাহত সমর্থন এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2