• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

রাশিয়া হামলা বন্ধ করবে!

প্রকাশিত: ১৮:০৯, ২৮ জুন ২০২২

ফন্ট সাইজ
রাশিয়া হামলা বন্ধ করবে!

ইউক্রেন আত্মসমর্পণ করলে রাশিয়া আক্রমণ বন্ধ করবে বলে জানিয়েছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ। মঙ্গলবার (২৮ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দিমিত্রি পেসকভ ইউক্রেন কর্তৃপক্ষকে দেশটির সেনাদের অস্ত্র সমর্পণ করার নির্দেশ দিতে আহ্বান জানিয়েছেন। পেসকভ বলেন, 'ইউক্রেন চাইলে আজকের দিন শেষ হওয়ার আগেই সব সমস্যার সমাধান করে ফেলতে পারে। এজন্য তাদের আত্মসমর্পন করতে হবে।' 

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলে আসছেন, তার বাহিনী আত্মসমর্পণ করবে না এবং এই যুদ্ধে তারাই জিতবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১২৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

বিভি/এনএ

মন্তব্য করুন: