• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তুলসি পাতার যতো গুণ!

প্রকাশিত: ১৫:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
তুলসি পাতার যতো গুণ!

ছবি: সংগৃহীত

একটি আয়ুর্বেদিক ভেষজ তুলসি। এটি আপনার চায়ের স্বাদ বৃদ্ধি করে, সঙ্গে সুগন্ধ ছড়ায়। এ ছাড়া তুলসি আপনাকে বিভিন্ন রোগবালাই থেকে দূরে রাখতে সাহায্য করে। আধুনিক চিকিৎসা আসার আগে মানুষ ভেজষ ওষুধে নির্ভর করত। এ ছাড়া তুলসি পাতা ভেজষ রাণী হিসেবে পরিচিত।

তুলসি গাছের গুণাগুণ বলে শেষ করা যাবে না। এর পাতা থেকে শুরু করে বীজ সবই বিভিন্ন রোগের জাদুকরী সমাধান দিতে পারে। তাই নিয়মিত খেতে পারেন তুলসি পাতার রস। আসুন জেনে নিই, তুলসি পাতার কিছু উপকারিতা সম্পর্কে-

 তুলসি পাতার উপকারিতা
 
১। অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য
বিশেষজ্ঞদের মতে, ‘তুলসিতে ফ্ল্যাভোনয়েড, পলিফেনল এবং অপরিহার্য তেলের মতো যৌগ রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ক্ষতিকারক ফ্রি র‌্যাডিকেলগুলোকে নিরপেক্ষ করতে সহায়তা করে, যার ফলে অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস পায় এবং কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
 
২। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
তুলসির ইমিউনোমোডুলেটরি বৈশিষ্ট্য রয়েছে বলে জানা যায়। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। আপনি যদি নিয়মিত তুলসি পানি পান করেন, তাহলে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হয়ে উঠবে।
 
৩। হজমশক্তির উন্নতি
বিশেষজ্ঞরা বলেন, তুলসির কার্মিনেটিভ বৈশিষ্ট্য হজমে সাহায্য করে এবং পেটের গ্যাস ও ফোলাভাব কমাতে পারে। তুলসির পানি পাচনতন্ত্র প্রশমিত এবং হজমে সহয়তা করে। এ ছাড়া তুলসি পানি শরীরের বিষাক্ত পদার্থ ও জীবাণু বের করে দিতে সাহায্য করে। 
 
৪। স্ট্রেস কমায়
বিশেষজ্ঞদের মতে, তুলসিকে একটি অভিযোজনীয় ভেষজ হিসেবে বিবেচনা করা হয়। তুলসি পানি খাওয়ার পর শরীর চাপের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং শান্ত এবং শিথিলতার অনুভূতি পায়। তুলসি পানি পানে মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে।
 
৫। শ্বাসযন্ত্রের স্বাস্থ্য
তুলসি কাশি, সর্দি এবং হাঁপানির মতো শ্বাসকষ্ট দূর করতে কার্যকরী। এ ছাড়া তুলসি পানি পান করা শ্বাসযন্ত্রের উপর প্রশান্তিদায়ক প্রভাব ফেলতে পারে এবং শ্বাসযন্ত্রের অস্বস্তি থেকে মুক্তি দেয়। তুলসিতে শক্তিশালী কফের ওষুধ এবং অ্যান্টিটিউসিভ বৈশিষ্ট্য রয়েছে, যা কফের উপসর্গ, জ্বালাপোড়া এবং সর্দি-কাশির লক্ষণগুলোকে মূল থেকে দূর করতে সাহায্য করে।
 
৬। প্রদাহ কমায়
তুলসিতে উপস্থিত উপাদানগুলোর প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। যা প্রদাহ এবং সম্পর্কিত উপসর্গগুলো কমাতে সাহায্য করতে পারে।
 
৭। মুখের স্বাস্থ্য
তুলসিতে অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মুখের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং সামগ্রিক মুখের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে। তুলসির পানি দিয়ে গার্গল করার অভ্যাস মাড়িকে স্বাস্থ্যকর করে এবং নিঃশ্বাসের দুর্গন্ধ কমাতে পারে।
 
৮। ডিটক্সিফিকেশন
তুলসির অগণিত ডিটক্সিফাইং বৈশিষ্ট্য রয়েছে যা শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো দূর করে এবং সামগ্রিক ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সহায়তা করে। 
 
সূত্র: হেলথ শটস
 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2