• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মানসিকভাবে শক্তিশালী হতে যা করবেন

প্রকাশিত: ১১:১৯, ১৫ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
মানসিকভাবে শক্তিশালী হতে যা করবেন

জীবনে দুঃখ কষ্ট থাকবে। তাই একটা বিষয় মাথায় রাখা খুবই জরুরি, কারো জীবন মসৃণ নয় এর মধ্যে লড়াই করে বেঁচে থাকতে হবে। এক্ষেত্রে মানসিকভাবে শক্ত থাকতে চাইলে পাঁচটি টিপস মেনে চলতে হবে।

১. নতুন লক্ষ্য ঠিক করাঃ

আমারা সকলেই কান্না, রাগ ও উদ্বেগের মাধ্যমে নেতিবাচক পরিস্থিতির মোকাবিলা করে থাকি। তবে যাইহোক এগুলো সাময়িক। এই থেকে পরে অনুশোচনা তৈরি হয়। এজন্য ইতিবাচকভাবে সব পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কী করবেন সেই বিষয়ে নতুন লক্ষ্য ঠিক করুন।

২. ব্যায়াম করাঃ

ওয়ার্কআউট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র স্ট্রেস কমাতে সাহায্য করেনা বরং আত্মনির্ভরশীলতা বাড়িয়ে দেয়। ব্যায়াম করলে রাগের মাত্রা কমে। এমন অনেকে আছেন তারা যখন হতাশায় ভোগেন তখন যদি নাচ করেন বা হাঁটেন বা দৌঁড়াদৌড়ি বা জিম করেন তাহলে তারা ধীরে ধীরে ভালো বোধ করতে শুরু করেন। হতাশার মাত্রাও কমে।

৩. পুরানো অভ্যাস বাদ দেওয়াঃ

পুরানো অভ্যাস বাদ দিয়ে নতুনভাবে শুরু করুন। আপনার কৌশলগুলো পরিবর্তন করার চেষ্টা করুন এবং নতুন পদ্ধতিতে কাজ করতে চেষ্টা করুন।

৪. আপনার সুখের উপর গুরুত্ব দিনঃ

মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য আপনাকে আগে নিজে খুশি থাকতে হবে এবং এর জন্য কাজ করতে হবে। নিজের কথা ভাবুন, শুধুমাত্র অন্যদের খুশি করার জন্য আপস করবেন না। অন্য কারো জন্য আপনার স্বপ্নগুলোকে পিছনে ফেলে রাখবেন না। নিজের উপর ফোকাস করুন এবং নিজের জন্য সিদ্ধান্ত নিতে নিজেকে শক্তিশালী করুন।

৫. জীবনে ঝুঁকি নিনঃ

জীবনে ঝুঁকি না নিলে কখনোই সামনে এগোতে পারবেন না। আপনার মধ্যে সেই সাহস গড়ে তুলতে হবে এবং নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। একটি বিষাক্ত সম্পর্ক থেকে সরে আসা বা জীবনের অন্য কোনো প্রয়োজনে ঝুঁকি নিতে হবে।

সূত্রঃ দ্যা টাইমস অব ইন্ডিয়া।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2