• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যে কারণে চুলকানি হয় গোপন স্থানে, কিছু নিয়মেই মিলবে মুক্তি

প্রকাশিত: ২২:২০, ২৮ জুলাই ২০২২

আপডেট: ১৯:৫৯, ৩ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
যে কারণে চুলকানি হয় গোপন স্থানে, কিছু নিয়মেই মিলবে মুক্তি

প্রতীকী ছবি

নিম্নাঙ্গের চুলকানি বহু মানুষের সমস্যা। এই সমস্যায় ভোগেনি এমন মানুষের সংখ্যা খুবই কম। বেশ বিড়ম্বনায় পড়তে হয় এই চুলকানি নিয়ে।  এর পেছনে রয়েছে ব্যাকটেরিয়া।  বিষয়টি জানিয়েছে ম্যানস ওয়ার্ল্ড ইন্ডিয়া। পুরুষের নিম্নাঙ্গের নানা স্থানে বিভিন্ন সময় তীব্র চুলকানি অপ্রস্তুত করে দেয়।

আরও পড়ুন: মোটা মেয়েদের বাচ্চা হতে সমস্যা হয় কেন?

কেন এ চুলকানি? এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বেশ কিছু কারণ জানিয়েছেন। এগুলো হলো-
> ছত্রাকের আক্রমণ
> ব্যাকটেরিয়া সংক্রমণ
> ট্রাইকোমোনিয়াসিস প্যারাসাইট-এর আক্রমণ
> যৌনাঙ্গে উকুন, খোসপাচড়া ও মাইকোপ্লাজমা জেনেটালিয়াম এর সংক্রমণ
> সিফিলিস, গনোরিয়া, এইডস ইত্যাদি
> বিভিন্ন  পদার্থ যেমন ডিটারজেন্ট, কেমিক্যাল, সুগন্ধিযুক্ত সাবান, রঙ ওয়ালা টিসুপেপার, ফেমিনিন হাইজেনিক স্প্রে, ডুশ ইত্যাদি ব্যবহার 
> ডায়াবেটিস, রেনাল ডিজিজ, একজিমা ও রক্তে কোন রোগ থাকলে ও অন্যান্য কোন রোগ 
> আঁটো পোশাক ও যৌনাঙ্গ সবসময় গরম বা ভেজা রাখা
> অপরিষ্কার থাকলে

আরও পড়ুন: জীবনে সুখ পেতে চাইলে বিয়ে করুন মোটা মেয়েকে

প্রতিকার
* ছত্রাকের বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে, চিকিৎসকের পরামর্শ নিয়ে এন্টিফাংগাল বা অ্যান্টিব্যায়োটিক ড্রাগস খেতে হয়। এছাড়া অন্যান্য ক্ষেত্রে কারণ নির্ণয় করে সে অনুযায়ী সমাধান করতে হবে। এছাড়া প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন তা আর না হয়।
প্রতিরোধের উপায়

* পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখবেন। রঙিন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিশ্যু ও সাবান ব্যবহার করবেন না। প্রয়োজন ছাড়া ফেমিনিন হাইজিন স্প্রে ও ডুশ ব্যবহার করবেন না।

* ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নেবেন। সুইমিং পুলে সাঁতার কাটেন তাদের ক্লোরিনের কারণেও চুলকানি হতে পারে।

* দই খান, এতে ল্যাকটোব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া থাকে।

* সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস পরুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। ওজন কমান।নিয়মিত গোসল করুন।

আরও পড়ুন: ঈদে মাংসের সাথে যে খাবারটি খেলে সমস্যায় পড়তে পারেন

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2