• NEWS PORTAL

  • সোমবার, ১৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্যালেন্স শিটে টাকা আছে, দেশে নেই: পরিকল্পনা উপদেষ্টা  

প্রকাশিত: ১৩:৪১, ৭ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ব্যালেন্স শিটে টাকা আছে, দেশে নেই: পরিকল্পনা উপদেষ্টা  

ফাইল ছবি

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, মানুষের টাকা ব্যাংকে আছে কিন্তু ব্যাংকের টাকা দেশের বাইরে চলে গেছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান- বিআইডিএস’র উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, বড় বড় অনেক কোম্পানির টাকা ব্যালেন্স শিটে আছে। কিন্তু প্রকৃত অর্থে দেশের ভেতর কোনো টাকা নেই।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকের মূখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল বলেন, মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগ দিতে হবে। উদ্যোক্তা তৈরি হয় এবং প্রযুক্তির ব্যবহার বাড়ে সেদিকে বিশেষ নজর দেয়ার তাগিদও দেয় সংস্থাটি। এজন্য মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো দরকার বলে মনে করে বিশ্বব্যাংক।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে কৌশলী হতে হবে।

সেমিনার থেকে সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়ানোর পরামর্শও দেয় বক্তারা। এছাড়া আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা সাজানোর পরামর্শ দেয় বিশ্বব্যাংক।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2