• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘উপদেষ্টাদের দল গঠনের চেষ্টার অভিযোগ ভিত্তিহীন’

প্রকাশিত: ১৪:২১, ২৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:২৩, ২৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
‘উপদেষ্টাদের দল গঠনের চেষ্টার অভিযোগ ভিত্তিহীন’

ফাইল ছবি

সরকারের ছত্রছায়ায় কিংস পার্টি গঠনের উদ্দেশ্য নেই বলে দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। উপদেষ্টারা দল গঠনের চেষ্টা করছেন এমন অভিযোগকে ভিত্তিহীন বলেছেন তারা। জাতীয় নাগরিক কমিটি মুখপাত্র সামান্তা শারমিন জানালেন, দলে ও সরকারে একসাথে থাকতে পারবেন না কেউই। ছাত্রদের তিন উপদেষ্টাকে রাজনীতির মাঠে দেখা যাবে এমন সম্ভাবনাও তৈরি হয়নি এখনও। 

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণঅভ্যুত্থান ও স্বৈরাচারের পতন ঘটে। উপদেষ্টা হিসেবে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দেন। পরে মাহফুজ আলমকেও যোগ করা হলে প্রতিনিধির সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনে।

৮ সেপ্টেম্বর গঠন করা হয় নতুন প্ল্যাটফর্ম নাগরিক কমিটি। আলোচনা জমে ওঠে অভ্যুত্থানকারী ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল নিয়ে। নানা জল্পনা-কল্পনার মাঝেই সারাদেশে কমিটি গঠন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দেওয়া হয় ফেব্রুয়ারির মধ্যে নতুন দল গঠনের ঘোষণাও। 

নির্বাচন ও সংস্কার নিয়ে বিতর্কের মাঝেই সম্প্রতি ছাত্রদের রাজনৈতিক দল গঠন ও সেই সাথে উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি থাকায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে বিএনপি। জবাবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2