‘স্পষ্ট রোড ম্যাপ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে’

ছবি: সংগৃহীত
এখন পর্যন্ত নির্বাচনের স্পষ্ট রোড ম্যাপ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর ঐক্যমত কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ বলেছেন, আগামী দু’এক দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবে কমিশন।
রবিবার (১৮ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে প্রথম পর্যায়ের আলোচনায় দ্বিতীয় দফার বৈঠকে বসে ১১ সদস্যের জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতিনিধি দল।
এসময় দলটির নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শুভেচ্ছা বক্তব্যে অভিযোগ করেন, নির্বাচনের আগেই তার দলের লোকদের উপর হামলা হচ্ছে। তাই নির্বাচন যতো দেরি হবে, পরিস্থিতি ততোই খারাপ হবে। নির্বাচন কমিশনের কিছু কাজে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি সরকারকে এই ব্যাপারে নজর দেওয়ার আহ্বান জানান। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে বলেও মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমীর।
কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, সব রাজনৈতিক দল এখন পর্যন্ত আন্তরিক। আশা করা যাচ্ছে, দ্বিমত বিষয়গুলো নিয়েও একটা সমাধানে আসা যাবে।
বিভি/এআই
মন্তব্য করুন: