সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করলো ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল।
রবিবার (১৮ মে) বিকাল পৌনে ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদকের নাছির উদ্দিন নাছির রয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতারা রয়েছেন।
এর আগে, এদিন দুপুরে সাম্য হত্যার বিচার, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করাসহ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল করেছে ছাত্রদল।
রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলা অনুষদ হয়ে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্যে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, জুলাইয়ে গণআন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়া সাম্য আজ আমাদের মাঝে নেই। তার রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত প্রশাসন এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না। অবিলম্বে প্রক্টরকে পদত্যাগ করতে হবে। একইসঙ্গে উপাচার্যকে সাম্য হত্যার রাতের এমন আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে।
সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গত ১৩ মে রাত ১১টার দিকে আহত হন সাম্য। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন সাম্য। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
বিভি/টিটি
মন্তব্য করুন: