• NEWS PORTAL

  • রবিবার, ১৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

প্রকাশিত: ১৩:০৬, ১৮ মে ২০২৫

আপডেট: ১৩:১১, ১৮ মে ২০২৫

ফন্ট সাইজ
এবার শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

ছবি: শেখ হাসিনা

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমানকে। 

রবিাবর (১৮ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

 দুদক সূত্র অনুযায়ী, অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণীর নোটিশ জারিসহ খতিয়ে দেখবে শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব। একইসঙ্গে তার আয়কর নথির সঙ্গে বাস্তবে তার সম্পদের হিসাব মেলাবে।

এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক। এরইমধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চর্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 
 
এছাড়া বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগেও শেখ হাসিনার বিরুদ্ধে সংস্থাটি আরও একটি মামলা করতে যাচ্ছে।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2