• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে: প্রদর্শন হবে ‘সাদা জোব্বা, লাল রক্ত’

প্রকাশিত: ০০:৫৮, ২১ জুলাই ২০২৫

আপডেট: ০১:১৮, ২১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে: প্রদর্শন হবে ‘সাদা জোব্বা, লাল রক্ত’

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে রাজধানীতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলেছিলেন মাদ্রাসা শিক্ষার্থীরাও। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সড়ক রঞ্জিত হয়েছিল মাদ্রাসা পড়ুয়াদের রক্তে। সেই আত্মত্যাগকে স্মরণে সোমবার (২১ জুলাই) প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে - ২০২৫’।

যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন রাজপথে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দিবসটি পালিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানে থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা, এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-আন্দোলনের প্রামাণ্য গল্প। কবিতা আবৃত্তি, হামদ, নাত ও নাশিদের পাশাপাশি পরিবেশিত হবে দ্রোহের গান। প্রদর্শিত হবে দুটি প্রামাণ্য তথ্যচিত্র— ‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’।

আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা’—ড্রোন শো।

অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারসহ আরও কয়েকজন উপদেষ্টা, সচিব এবং শিল্প, সাহিত্য ও শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2