আগামী ১০ দিনের মধ্যে জাতীয় সনদ, তবে..

ছবি: ড. আলী রীয়াজ
সবার সহযোগিতা থাকলে আগামী ১০ দিনের মধ্যে জাতীয় সনদ তৈরি করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ। সোমবার (২১ জুলাই) সকালে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনায় এ তথ্য জানান তিনি।
ড. আলী রীয়াজ বলেন, কমিশন জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না । এখন পর্যন্ত আটটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে । আর যেসব বিষয়ে দলগুলো একমত হতে পারেনি, সেগুলো জাতীয় সনদে উল্লেখ করা হবে বলেও জানান তিনি।
কমিশনের সহ সভাপতি বলেন, আলোচনার জন্য আরো ১০ দিন সময় বাকি আছে। আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়টি আলোচনা হবে। এছাড়াও রাষ্ট্র পরিচালনায় সংবিধানের চার মৌলিক বিষয় নিয়েও আলোচনা হবে বলে জানান ড. আলী রীয়াজ ।
বিভি/এমআর
মন্তব্য করুন: