• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হতাহতদের ছবি-ভিডিও প্রকাশ না করার আহ্বান আইন উপদেষ্টার

প্রকাশিত: ২০:৫১, ২১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
হতাহতদের ছবি-ভিডিও প্রকাশ না করার আহ্বান আইন উপদেষ্টার

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহত শিশুদের ছবি ও ভিডিও আপলোড না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২১ জুলাই) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, ন্যাশনাল বার্ন ইউনিটের অবস্থা ভালো নয়। ডাক্তাররা প্রাণান্তকর চেষ্টা করছেন। তবু হয়তো আরও কিছু হৃদয়বিদারক খবর শুনতে হতে পারে আমাদের। আল্লাহ ভরসা।

তিনি আরও লেখেন, আপনারা হাসপাতালে অযথা ভিড় করবেন না। এতে দগ্ধ শিশুদের ঝুঁকি আরও বেড়ে যাবে। নিহত ও আহত শিশুদের ছবি বা ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন। শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও শিক্ষকদের জন্য জুলুম হয় তাতে।

পোস্টে লেখেন, সবাই দোয়া করবেন। আল্লাহর দয়া ছাড়া আর কিছুই বেশি মূল্যবান নয়।

(জরুরি প্রয়োজনে ইমার্জেন্সি হটলাইনে ফোন করুন। হটলাইন নম্বর-০১৯৪৯০৪৩৬৯৭)

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2