‘পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার অপচেষ্টা করছে’

ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৬ জুলাই) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি দল ও জোটের নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এ কথা বলেন।
তিনি এসময় নির্বাচন বানচালের অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা আরও বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গন্ডগোল সৃষ্টি করছে। যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।
এদিকে, বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ চার থেকে পাঁচ দিনের প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির কাজী জাফর গ্রুপের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
বিভি/এআই
মন্তব্য করুন: