একনেক সভায় ৮ হাজার ১৪৯ কোটির ১২ প্রকল্প অনুমোদন
জুলাই শহীদ পরিবারের জন্য বিনামূল্যের ফ্ল্যাট প্রকল্পের প্রস্তাব প্রত্যাহার

প্রকল্প ব্যয়ে অসচ্ছতা এবং এ নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কায় জুলাই শহীদ পরিবারের জন্য বিনামূল্যের ফ্ল্যাট প্রকল্পের প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছে সরকার। রবিবার (২৭ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরে বাংলা নগরে একনেক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, ব্যয় নির্ধারণে একাধিক মন্ত্রণালয়কে সমন্বয়ের দায়িত্ব দিয়েছে সরকার।
পরিকল্পনা উপদেষ্টা জানান, গাজীপুর-এয়ারপোর্ট র্যাপিড বাস ট্রানজিট একটি অপরিকল্পিত ও দানবীয় আকারের মেগা প্রজেক্ট। এ বিষয়ে সরকার কোন সিদ্ধান্ত নিতে পারেনি। তবে, প্রকল্পের সাথে দেশি-বিদেশি নকশাকারক, সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই-বাছাইকারীদের জবাবদিহিতার আওতায় আনতে একটি কমিটি কাজ করবে।
জানা যায়, এই অর্থবছরের প্রথম একনেক সভায় ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে সরকারের ব্যয় ধরা হয়েছে আট হাজার ১৪৯ কোটি টাকা। পরিকল্পনা উপদেষ্টা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসনসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাস্টার প্ল্যান অনুমোদন দিয়েছে সরকার। এতে মেয়েদের চারটি, ছেলেদের পাঁচটি হল, স্টেডিয়াম, ডাকসু ভবন এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও দুটি ভবন নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে আগামী পাঁচ বছরে ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৮৪০ কোটি টাকা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: