রাজনৈতিক সংস্কৃতির মৌলিক পরিবর্তন হয়নি: টিআইবি

ছবি: টিআইবির সংবাদ সম্মেলন
দেশে রাজনৈতিক সংস্কৃতির কোন মৌলিক পরিবর্তন হয়নি। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও কর্তৃত্ববাদ চর্চার অবসান হয়নি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সোমবার (৪ আগস্ট) টিআইবির এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি চলমান। রাজনৈতিক দলগুলোতে কার্যকর কোন সংস্কার হয়নি। Rab এবং গোয়ান্দাসংস্থাগুলোর সংস্কার হয়নি, যা দুর্ভাগ্যজনক। আইনশৃঙ্খলা সরকারের সবচেয়ে দুর্বল জায়গা। তবে ব্যাংকিং ও আর্থিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, নতুন রাজনৈতিক দল যারা আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রেখেছিল তাদের মধ্যেও কর্তৃত্ববাদী আচরণ দেখা যাচ্ছে। তারা নিজেদেরকে আন্দোলনের প্রধান শক্তি দাবি করে তারাও আগের মতোই অন্যান্য রাজনৈতিক দলের ওপর বলপূর্বক সংস্কৃতির মধ্যে রয়ে গেছে। মব সন্ত্রাসের কথাও উল্লেখ করেন ড. ইফতেখারুজ্জামান।
তিনি আরও বলেন, এখন নিজেদেরকে ক্ষমতায়িত ভাবছে তারা কিছু অর্জন করেছে, তাই তারা যা চাইবে তাই হতে হবে-এমন ভাবনাও কর্তৃত্ববাদী আচরণ। রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে এ নিয়ে কোন সন্দেহ নেই বলেও মত তার।
বিভি/এমআর
মন্তব্য করুন: