• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

ভারতে ৩ বাংলাদেশিকে নির্মমভাবে হত্যায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার

প্রকাশিত: ১৪:৪৬, ১৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ভারতে ৩ বাংলাদেশিকে নির্মমভাবে হত্যায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। 

শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (১৫ অক্টোবর) বিকেলে স্থানীয় ভারতীয়রা গরুচোর সন্দেহে ওই তিন বাংলাদেশির ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই জঘন্য কাজটি মানবাধিকার এবং আইনের শাসনের একটি অগ্রহণযোগ্য এবং গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই নিন্দনীয় ঘটনার জন্য তীব্র উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে, তারা এই ঘটনার অবিলম্বে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করুক এবং এই ধরনের অমানবিক কাজের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা চালাক। অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার জোর দিয়ে বলছে যে, জাতীয়তা নির্বিশেষে সকল ব্যক্তি, তারা অসাবধানতাবশত সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2