• NEWS PORTAL

  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫

বারবার অগ্নিকাণ্ড: পানি সংকটেই হিমশিম খায় ফায়ার সার্ভিস!

মিরাজ হোসেন গাজী

প্রকাশিত: ০৯:০২, ২০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বারবার অগ্নিকাণ্ড: পানি সংকটেই হিমশিম খায় ফায়ার সার্ভিস!

অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের প্রযুক্তিগত আধুনিকায়নের সাথে প্রচলিত ব্যবস্থার সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। আগুন নেভাতে পর্যাপ্ত পানি না পাওয়া, এক্ষেত্রে বড় সমস্যা হয়ে দেখা দেয়। এমনকি বিশেষায়িত এলাকা ইপিজেডেও আগুন নিয়ন্ত্রণে পানির সংকটে হিমসিম খেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। এজন্য সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি তদারকি সংস্থাগুলোর কাজে আরো স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ অগ্নিনির্বাপন বিশেষজ্ঞের। 

চট্টগ্রাম ইপিজেডের আট তলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে গত বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে। অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট নিয়ন্ত্রণে নিজেদের গাড়িতে আনা পানিই ব্যবহার করে।

বিকাল ৫টা পর্যন্ত ভবনের ওপরের তিনটি ফ্লোরে দাউ দাউ করে জ্বলতে দেখা যাচ্ছিলো। এরমধ্যে ফায়ার সার্ভিসের নিজস্ব পানির ঘাটতি দেখা দেয়। আশপাশের উৎস থেকে পানি আনার চেষ্টাও কাজে আসছিলো না।

এক্সপোর্ট প্রসেসিং জোন- ইপিজেডের মতো বিশেষায়িত এলাকায় আগুন নেভাতে পানির সংকট, সংশ্লিষ্টদের অনিয়মের বিষয়টি সামনে চলে আসছে। ফায়ার সেফটি বিশেষজ্ঞ বলছেন, ভবন নির্মাণ ও কার্যক্রম অনুমোদনের প্রতিটি পর্যায়ে তদারকির স্বচ্ছতা ও কঠোরতা জরুরি।

ঢাকা-চট্টগ্রামসহ বড় শহরগুলোর বহুতল ভবনে আগুন নেভানোর জন্য প্রযুক্তি ব্যবহার করতেও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। বিশেষ করে শহরের রাস্তাঘাট ও অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয় না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2