• NEWS PORTAL

  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫

মিরপুরে কেমিক্যাল গোডাউন অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর

প্রকাশিত: ০৮:৩৫, ২০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মিরপুরে কেমিক্যাল গোডাউন অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর

রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু হয়। যা রাত সাড়ে বারোটার দিকে শেষ হয়।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, রাতে মালিবাগ সিআইডি ফরেনসিক থেকে ১৬ জন মরদের ডিএনএ নমুনা হস্তান্তর করার পর স্বজনদের কাছে খবর দিলে তারা ঢাকা মেডিকেলে কলেজ মর্গে আসে। পরে ১৬টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের ডিএনএ নমুনা স্বজনদের সাথে মিলে যাওয়া তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, নিহত ১৬ জন হলেন-বরগুনা জেলার বামনা উপজেলার মৃত ওমর ফারুকের মেয়ে মাহিরা আক্তার (১৪), ভোলা জেলার লালমোহন উপজেলা দলিগর নগর গ্রামের ওয়াজি উল্লাহর মেয়ে নার্গিস আক্তার (১৮), শেরপুর জেলার নালিতাবাড়ী  এলাকার মিজানুর রহমানের ছেলে মোঃ ছানোয়ার হোসেন (২৫), গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের আমিনুল ইসলামের সন্তান নূরে আলম সরকার (২৩), বরগুনা জেলার আমতলী উপজেলার দাড়ি কাটা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আল মামুন (৩৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তিলকনগর গ্রামের নজু মিয়ার ছেলে রবিউল ইসলাম রবিন (২০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোল্লা রাজাপুর গ্রামের রতন মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৫), বরগুনা সদর উপজেলার ইসলামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে খালিদ হাসান সাব্বির (২৯), নাটোরের সিংড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল আলিম (১৪), নেত্রকোনার বারহাট্টা উপজেলার নুরুল্লা গ্রামের সবুজ মিয়ার ছেলে জয় মিয়া (২০), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সাউথখালী গ্রামের নয়ন মিয়ার মেয়ে আসমা আক্তার (১৩), নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী গ্রামে সনু মিয়ার মেয়ে মুনা আক্তার সামিয়া (১৬), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম নওদাবাস গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মৌসুমী খাতুন (২২), শরিয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের মুছা দেওয়ানের মেয়ে মুক্তা বেগম (৩৬), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের জজ মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (১৮) ও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের নাজমুল ইসলাম রিয়াজ (৪০)।

এর আগে ১৫ অক্টোবর ৬টি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় ও পরের দিন ১০টি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2