‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ এর গেজেট প্রকাশ
উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ এর গেজেট জারি করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে।
এর আগে, একই দিন সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, গণভোটের প্রশ্নগুলো যাতে সবাই বুঝতে পারে, সে জন্য শিগগিরই শুরু হচ্ছে প্রচারণা।
উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় অনুমোদন দেওয়া হয়েছে গণভোট অধ্যাদেশ ২০২৫। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
বিস্তারিত জানাতে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এসময় গণভোট নিয়ে বিস্তারিত কথা বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল।
অন্যদিকে, নির্বাচন কমিশন সচিব জানান, রঙিন ব্যালটে অনুষ্ঠিত হবে গণভোট।
এদিকে, উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টার হাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট তুলে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কোন নাশকতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। কুরিয়ার সার্ভিসের পণ্যের স্তুপ থেকে কার্গো ভিলেজে আগুন লাগে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: