• NEWS PORTAL

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

রাজনীতির সঙ্গে যুক্ত কাওকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে না: সিইসি

প্রকাশিত: ০৯:৩০, ২৬ নভেম্বর ২০২৫

আপডেট: ০৯:৩০, ২৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাজনীতির সঙ্গে যুক্ত কাওকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে না: সিইসি

রাজনীতির সঙ্গে যুক্ত কাউকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। সেইসাথে পর্যবেক্ষকদের চোখ নিরপেক্ষ রাখতে প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে দিনব্যাপী সংলাপের প্রথম ধাপের বৈঠক শেষে পর্যবেক্ষকদের সিইসি বলেন, অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় কমিশন। কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ব্যক্তিকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান সিইসি।

এদিকে, বিদেশি কোনো নাগরিক দেশি সংস্থার পর্যবেক্ষক হতে পারবে না বলে জানান কশিমনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। নতুন ১৬টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি-আপত্তি আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি। পরে চূড়ান্ত ৬৬টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ১৪টি যুক্ত করে মোট ৮০টি পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপ করেছে নির্বাচন কমিশন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2