• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

এবার পদ্মাসেতুতে বিআরটিসি বাসের ধাক্কায় ঘটলো দুর্ঘটনা

প্রকাশিত: ১৮:৩৬, ২৬ জুন ২০২২

আপডেট: ১৯:১৬, ২৬ জুন ২০২২

ফন্ট সাইজ
এবার পদ্মাসেতুতে বিআরটিসি বাসের ধাক্কায় ঘটলো দুর্ঘটনা

চালুর প্রথম দিনেই পদ্মা সেতুতে ঘটছে একের পর এক ঘটনা। ছবি-ভিডিও, নাট-বোল্ট খোলা এবং মূত্র ত্যাগের পর আলোচনায় এসেছে বিআরটিসি বাসের ধাক্কার খবর। যান চলাচল শুরুর প্রথম দিনেই বিআরটিসি বাসের ধাক্কায় টোল প্লাজার দুটি ব্যারিয়ার ভেঙে গেছে। 

সেতুর মাওয়া টোল পয়েন্টে রবিবার (২৬ জুন) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে পদ্মা সেতুর টোল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন:

এদিকে, আজ বিকেল ৫টা পর্যন্ত সেতু দিয়ে যানবাহন পার হয়েছে ৪ হাজার ৪৪০টি। এর মধ্যে মোটরসাইকেল পার হয়েছে ৪ হাজার ৯৬৬,  জিপ ও কার ১৬৫২, পিকআপ ২৮৬, মাইক্রোবাস ৭৩৮, মিনিবাস ৩, মিডিয়াম বাস ৪৪৯, বড় বাস ১৪৯, মিডিয়াম ট্রাক ১১ টন পর্যন্ত ৭৮ টি, ৪ এক্সেল ও ৬ এক্সেল ১টি। এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন। 

সেতুর মাওয়া পয়েন্টে বসানো ৭টি টোল বুথের মধ্যে পাঁচটিতে টোল আদায় করা হয় এদিন। এর মধ্যে মালামাল-বোঝাই ট্রাকের জন্য দুটি লেন, মোটরসাইকেলের জন্য একটি এবং ব্যক্তিগত গাড়ির জন্য একটি লেন রাখা হয়েছে।

আরও পড়ুন:

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2