মিছিলে লাঠিসোঁটা ব্যবহারে নতুন নির্দেশনা দিলো ডিএমপি

সম্প্রতি রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের মিছিলে সংঘাতের ঘটনা ঘটেছে। এতে করে জনমানুষের মধ্যে এক ধরনের ভীতি ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর রাজধানীতে মিছিলের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীতে রাজনৈতিক দলের মিছিল মিটিংসহ সে সমস্ত সমাবেশে হচ্ছে সেখানে লাঠিসোটা নেওয়া যাবে না বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার।
আরও পড়ুন: নিজেকে এখন ইডেনের ছাত্রী পরিচয় দিতেই লজ্জা লাগে! (ভিডিও)
বুধবার (২৮ অক্টোবর) মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, রাজধানীতে রাজনৈতিক দলের মিছিলে লাঠিসোটার ব্যবহার দেখা যাচ্ছে। যা জন সাধারণের মনে ভীতি তৈরি করছে। তাই আগামীতে রাজধানীতে মিছিল মিটিংসহ সমস্ত সমাবেশে লাঠিসোটা নেওয়া যাবে না।
এর আগে রাজধানীর মিরপুর, হাজারীবাগসহ বিভিন্ন এলাকার মিছিল ও সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা। দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসবের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।
আরও পড়ুন: ১৪বার নদী ভাঙনের শিকারের পর তাকরীমের ঠাঁই হয় টিনের ঘরে
বিভি/এজেড
মন্তব্য করুন: