• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সব খবর এক ক্লিকে

প্রকাশিত: ০৮:৩০, ২৫ অক্টোবর ২০২২

আপডেট: ১৪:০০, ২৫ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সব খবর এক ক্লিকে

ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে উপকূল অতিক্রম করলো ঘুর্ণিঝড় সিত্রাং। উপকূলে বৃষ্টি ঝরিয়ে শক্তি হারিয়ে সিলেট হয়ে আসাম অভিমূখী হয়েছে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত রাত সাড়ে ৯টায় সিত্রাংয়ের বাতাসের সর্বোচ্চ গতিবেগ চট্টগ্রাম ও কক্সবাজারে উঠেছে ঘণ্টায় ৭৪ কিলোমিটার পর্যন্ত। এছাড়া বরিশাল থেকে চট্টগ্রাম উপকূলের বিভিন্ন স্থানে স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট উচ্চতার জোয়ার আছড়ে পড়েছে। তবে বাতাসের গতিবেগ কম থাকায় জলোচ্ছ্বাসের উচ্চতাও কম ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কন্ট্রোলরুম জানিয়েছে, এখন পর্যন্ত ঝড়ে ৫ জেলায় ১৫ জনের মৃত্যুর খবর পেয়েছেন তারা।

এখন পর্যন্ত পাওয়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ের  আপডেট

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2