• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঝরছে শিশির, হিমালয় কন্যা পঞ্চগড়ে শীতের আমেজ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৫, ১৪ অক্টোবর ২০২৪

আপডেট: ১২:৪০, ১৪ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ

হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আগাম পদধ্বনি। দিনে গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকে শুরু হয় শীতের আমেজ। 

পঞ্চগড়ে সাধারণত নভেম্বরের শুরু থেকে শীতের তীব্রতা অনূভূত হয়। কিন্তু এবার অক্টোবরের মাঝামাঝি দেখা দিয়েছে শীতের আমেজ। 

গত কয়েকদিন ধরে এখানে রাতভর টিপটিপ করে কুয়াশা ঝড়ছে। গাছের পাতা ও দূর্বা ঘাসের উপর চিকচিক করা শিশিরফোঁটা জানান দেয় শীতের আগমনী বার্তা।

ক'দিন ধরে পঞ্চগড় এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩. থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। রবিরার সকালে সর্বনিম্ন ২৩ দশমিক ২ এবং সর্বোচ্চ ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

বিভি/এজেড

মন্তব্য করুন: