চুক্তি কার্যকর না হওয়ায় ধুঁকে ধুঁকে মরছে তিস্তা (ভিডিও)
তিস্তা পাড়ের আব্বাস আলী। জীবনের তেষষ্টি বসন্ত পার করেছেন। দেখেছেন এ নদীর রূপ-যৌবন। চোখের সামনে বড় নদী মরে যাওয়ায় ভেঙেছে হৃদয়। শীত শুরুর আগেই নিভু নিভু করছে উত্তরের বড় নদী তিস্তার প্রাণ। কোথাও কোথাও বইছে ক্ষীণ ধারায়। নানা আলোচনায়ও এ নদীর পানির নুন্যতম হিস্যা দেয়নি ভারত।
তিস্তাকে বাঁচিয়ে রাখার তাগিদ বিশেষজ্ঞদের। শীতকালে তিস্তায় পানির নায্য হিস্যা নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আলোচনা চলছে বহু বছর ধরে। চুক্তি কার্যকর না হওয়ায় ধুকে ধুকে মরছে এই নদী। অধিকার আদায়ে এবার অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে নদী পাড়ের লাখো মানুষ।
পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রত্যেকদিন পানি কমছে নদীতে। বোরো মৌসুম সামাল দিতে হিমশীম খেতে হবে। আর তিস্তাকে বাঁচিয়ে রাখতে বিজ্ঞান সম্মতভাবে খননের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
মধ্য নভেম্বর পর্যন্ত তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি পাওয়া যাচ্ছে আট হাজার কিউসেক। এবছরও বোরোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার হেক্টর।
বিভি/এজেড
মন্তব্য করুন: