• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘সেন্টমার্টিন বাঁচানোর প্রয়াসকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে স্বার্থান্বেষীরা’

প্রকাশিত: ১৪:৩১, ১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৩৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
‘সেন্টমার্টিন বাঁচানোর প্রয়াসকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে স্বার্থান্বেষীরা’

ছবি: সৈয়দা রিজওয়ানা হাসান

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিন দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি স্বার্থান্বেসী মহল। আট হাজার মানুষের বসবাসের উপযোগী একটি দ্বীপকে ১০হাজার মানুষের চাপ নিতে গেলে সেই দ্বীপের জীববৈচিত্র্য টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে আয়োজিত বিশ্ব মেছো বিড়াল দিবসের আলোচনায় অংশ নেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেন্টমার্টিনকে কেন্দ্র করে যারা হোটেল এবং জাহাজের ব্যবসা করেন, তারাই তাদের ব্যক্তিগত স্বার্থে সেন্টমার্টিন নিয়ে অপপ্রচার করছেন। 

আর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বাংলা একাডেমি পুরস্কার কে পাবে আর কে পাবে না, সেটি নির্ধারণে ব্যক্তি মতামতের কোনো প্রভাবের সুযোগ নেই। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী একথা বলেন।

এসময়, পুলিশের এক কর্মকর্তার মন্তব্যের প্রতিক্রিয়ায় উপদেষ্টা বলেন, বই প্রকাশের আগে পাণ্ডুলিপি যাচাই-বাছাই করার প্রস্তাব মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে। কথা বলেন বাংলা একাডেমি পুরস্কার প্রসঙ্গেও।

বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়ার কথাও জানান মোস্তফা সরয়ার ফারুকী। 

 

বিভি/এআই

মন্তব্য করুন: