• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ইস্যুতে ভারতের করণীয় কি?

ইরিনা হক

প্রকাশিত: ১৭:৩৩, ৩১ মে ২০২৩

আপডেট: ১৭:৪৮, ৩১ মে ২০২৩

ফন্ট সাইজ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ইস্যুতে ভারতের করণীয় কি?

ফাইল ছবি

বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র একের পর এক পদক্ষেপ নিচ্ছে। সর্বশেষ পদক্ষেপ হলো নির্বাচনকে সামনে রেখে নতুন ভিসা নীতি। পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ২৪ মে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এই ভিসা নীতি ঘোষণা করেছিলেন। তবে এই ভিসা নীতি ঘোষণার আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে কোনও আলোচনা করেনি।

ভারত উপমহাদেশের প্রধান দেশ এবং উপমহাদেশের রাজনীতির গতিশীলতা নিয়ন্ত্রণে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনের একচেটিয়া ক্ষমতা ভাঙতে যুক্তরাষ্ট্র ভারতের ওপর খুবই নির্ভরশীল। কিন্তু যুক্তরাষ্ট্র ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের ব্যাপারে একের পর এক পদক্ষেপ নিচ্ছে এবং এসব পদক্ষেপ এখন ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতকে অন্ধকারে রেখে কীভাবে নতুন ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে তা নিয়ে ভারতে এক ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

অতীতে বাংলাদেশের রাজনীতির গতি-প্রকৃতি নির্ধারণে যুক্তরাষ্ট্র সবসময় ভারতের ওপর নির্ভরশীল ছিল। বিশেষ করে ২০০৮ সালের পর থেকে ভারত বাংলাদেশের ব্যাপারে সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল ছিল। ২০০৭ সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মামলার বিষয়ে একটি অভিন্ন অবস্থান এবং অভিন্ন নীতি গ্রহণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে ভারতের অবস্থানের সাথে একমত হয়েছিল এবং ২০১৪ সালের নির্বাচনে ভারতের পদ্ধতিকে সমর্থন করেছিল। ২০১৮ সালেও একই অবস্থা হয়েছিল। কিন্তু তারপর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। বিশেষ করে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র আরও আগ্রাসী ভূমিকা নিচ্ছে এবং ভারতকে পাশ কাটিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

 

কৌশলগত কারণে এই উপমহাদেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অংশীদার। কিন্তু যখন ভারত মহাদেশের একটি দেশের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে বাদ পড়ে তখন কূটনৈতিক মহল মনে করে যে এটি ভারতের জন্য বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। অন্যদিকে, এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে ভারতবিরোধী উপাদান উত্থাপনে সহায়তা করতে পারে যা এই অঞ্চলে ভারতীয় স্বার্থের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে। এর অস্থির এবং সহিংস অতীতের পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সামান্য ভুল পদক্ষেপ এটিকে রাজনৈতিকভাবে দুর্বল করে তুলতে পারে যা উপমহাদেশের জন্য এবং বিশেষ করে ভারতের জন্য খারাপ খবর হবে।

সম্প্রতি বাংলাদেশে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করছে না ভারত। বাংলাদেশের ব্যাপারে ভারতের কিছু কৌশলগত অবস্থান রয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে অব্যাহত চাপের ফলে ভারতের স্বার্থ ক্ষুণ্ন হবে এমন কোনো পরিস্থিতি ভারত মেনে নেবে না বলে মনে করেন কূটনীতিকরা। কারণ ২০০৮ সাল থেকে বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী ও উগ্র মৌলবাদীদের দমনে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। ভারত তার কৌশলগত সুবিধা পায়। ভারত তাই মনে করে যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয় যেখানে বাংলাদেশের গণতন্ত্রের স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে এবং ভারতীয় বিচ্ছিন্নতাবাদী জঙ্গি চরমপন্থীরা জায়গা পায়। ভারতীয় এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) এর প্রাক্তন মহাপরিচালক জয়ন্ত নারায়ণ চৌধুরী সম্প্রতি বলেছেন যে, ভারত তার উত্তর-পূর্ব অঞ্চলে যে নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তা নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়েছে, আংশিকভাবে বাংলাদেশ প্রদত্ত বিপুল সহায়তার জন্য ধন্যবাদ। এটা সত্য যে উত্তর-পূর্ব ভারতে শান্তি নিশ্চিত করতে বাংলাদেশ একটি বড় ভূমিকা পালন করেছে।

 

একটি শান্ত উত্তর-পূর্ব ভারতের জন্য বাংলাদেশকেই দরকার। উত্তর-পূর্ব ভারতীয় প্রদেশগুলি আঞ্চলিক রাজ্য হিসাবে লাভ করছে। সন্ত্রাস দমনে এই অঞ্চলের প্রচেষ্টায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের উলফা যোদ্ধাদের ভারতে স্থানান্তরের কারণে উত্তর-পূর্ব ভারত বিশেষ করে আসাম বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা থেকে মুক্ত হয়েছে।

ভারতের আটটি উত্তর-পূর্ব রাজ্য (অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং সিকিম) নিয়ে গঠিত উত্তর-পূর্ব অঞ্চল নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এটি বেশ কয়েকটি (কিন্তু সব নয়) নিরাপত্তা চ্যালেঞ্জ অতিক্রম করেছে এবং এখন অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক পরিবর্তন সহায়ক হয়েছে। প্রতিবেশী বাংলাদেশের সাথে সংযোগের বিস্তৃতিও তাই যথেষ্ঠ হয়েছে। এছাড়া, জাপান ভারত ও বাংলাদেশ উভয়ের জন্যই উল্লেখযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে।

 

ত্রিপুরার আগরতলায় এশিয়ান কনফ্লুয়েন্স (এএসসিওএন) দ্বারা আয়োজিত তৃতীয় ভারত-জাপান বুদ্ধিজীবী সংলাপ (এপ্রিল ১১-১২, ২০২৩), বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের বিকশিত চিন্তাভাবনা মূল্যায়ন করার একটি আদর্শ সুযোগ ছিল। এটি দেখিয়েছে যে বর্তমান দশকটি উত্তর-পূর্বে আমূল পরিবর্তন আনতে পারে, যা বাংলাদেশ, ভারত এবং জাপানের ত্রিজোটকেকাছাকাছি নিয়ে আসে। বাংলাদেশ সম্প্রতি তার 'ইন্দ-প্যাসিফিক দৃষ্টিভঙ্গি' ঘোষণা করেছে। চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র, জাপান, ভারত একে অপরের সাথে মিত্র। এখন প্রশ্ন হল ভারত, জাপান ও বাংলাদেশ যদি অভিন্ন মূল্যের ভিত্তিতে একটি আঞ্চলিক ত্রয়ী গড়ার কাছাকাছি আসে তাহলে যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশের সঙ্গে এই বিষয়ে সহযোগিতা করবে না? এই অঞ্চলে জাপান, ভারত, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক কৌশলগত স্বার্থ থাকতে হবে।

 

আগামী নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কায় ছয় মাস আগে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতির সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র কিন্তু সমস্যা হয় না। বিভিন্ন দেশের সম্পর্কে যুক্তরাষ্ট্র যখন এমন অবস্থান নেয়, তখন অনেক 'ভুল বোঝাবুঝির' প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত আসে। এখন ভুল বোঝাবুঝি দূর করতে ভারতকে ভূমিকা পালন করতে হবে।

তবে বাংলাদেশে গণতন্ত্রের নামে যুক্তরাষ্ট্র যে কৌশল গ্রহণ করেছে তাতে দেশকে অস্থিতিশীল করার আশঙ্কা তৈরি হয়েছে বলেও মনে করছেন কেউ কেউ। এমতাবস্থায় ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে ভারত কী ধরনের মনোভাব নেয় তা খুব শিগগিরই বোঝা যাবে।

 

ক্রমবর্ধমান মার্কিন ও পশ্চিমা চাপ বাংলাদেশ সরকারকে চীনের কাছাকাছি নিয়ে যেতে পারে কারণ জাতিসংঘে এর ভেটো বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রতিকূল প্রস্তাবগুলিকে বাধা দিতে পারে। চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত মৈত্রী দিল্লির জন্য বাংলাদেশের উপর ওয়াশিংটনের মুখোমুখি হওয়া কঠিন করে তোলে। বাংলাদেশ যদি পাকিস্তান ও শ্রীলঙ্কার পথে যায় তাহলে তার প্রতিবেশী ভারতের জন্য কী ভালো হবে? বেইজিংয়ের সবচেয়ে বড় এশীয় প্রতিদ্বন্দ্বীর কৌশলগত ঘেরা প্রায় সম্পূর্ণ হবে। বাংলাদেশের ক্ষেত্রে ভারতের কোনো অব্যবস্থাপনা চীনের উপকারে আসবে। এটি শুধুমাত্র ভারতের ভূ-রাজনৈতিক দুর্দশাকে আরো বাড়িয়ে তুলবে কেননা চীনা অনুপ্রবেশ নতুন দিল্লির ভূ-অর্থনৈতিক আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করে চলেছে।

 

অন্যদিকে, দেশ পদ্মা সেতুসহ অভূতপূর্ব অবকাঠামো-নির্মাণ কার্যক্রম প্রত্যক্ষ করেছে। অর্থনীতির আকার ৪.৫ গুণ বেড়েছে। মাথাপিছু আয় দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। অকথ্য শত্রুদের থেকে ভারত ও বাংলাদেশ উন্নয়ন সহযোগী হয়ে উঠেছে, অর্থনীতি থেকে নিরাপত্তা পর্যন্ত সহযোগিতার ক্ষেত্র। সংযোগ বহুগুণ বেড়েছে। ২০১৯ সালে প্রায় ২৬ লক্ষ বাংলাদেশি ভারতে গিয়েছিলেন৷ ২০২১ সালে বাণিজ্যের পরিমাণ প্রায় ৪.৫ গুণ বেড়ে মার্কিন ১৫.৭ বিলিয়ন হয়েছে৷ এটি এই অঞ্চলে ভারতের জন্য একটি স্বস্তির পরিস্থিতি নয়৷ দিল্লির একমাত্র সান্ত্বনা যে তার নিজের স্বার্থ নিশ্চিত করার জন্য যে কোনও মূল্যে শেখ হাসিনার সরকারের পাশে দাঁড়াতে হবে। তিনি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার বন্ধ করে দিয়ে উপমহাদেশে স্বস্তির নিঃশ্বাস নিয়ে এসেছেন। তাই এটাই স্বাভাবিক যে, এই কঠিন সময়ে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা।

কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্য, জ্বালানি এবং ঘন ঘন বিদ্যুত বিভ্রাটের মধ্যে প্রধানত চলমান ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশে অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে। যদিও কোভিড-১৯ মহামারীর প্রভাব এবং পরবর্তী লকডাউনের পর বাংলাদেশের সামষ্টিক-অর্থনৈতিক অবস্থান হিট করেছিল তবে জনগণের অসন্তোষটি মূলত ইউক্রেন ফ্যাক্টর দ্বারা অনুঘটক হিসেবে মনে করা হয়েছে যা অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল।

 

যাইহোক, বাংলাদেশের হাঙ্গামা ভারতের জন্য খুব একটা ভালো হবে না বিশেষ করে যখন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর চীনের অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না। ভারত ও বাংলাদেশের সম্পর্কের পরিপ্রেক্ষিতে ভারত অবশ্যই বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক সহজতর ও শক্তিশালী করতে ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়েরই বন্ধু হিসেবে ভারত যদি তাদের "একটু ধাক্কা দেয়" এবং "একটু চেষ্টা করে" তাহলে উন্নতি করা যেতে পারে। রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের সমর্থন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে পারে। বলা হয় বাংলাদেশ ভারতের সর্বকালের বন্ধু। এইভাবে ভারত প্রমাণ করতে পারে যে ভারত তার সঙ্কটের মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সত্যিই বাংলাদেশের সর্বকালের বন্ধু। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর থেকেই ভারত একটি নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার। বাংলাদেশ এই এলাকার সবচেয়ে দ্রুত বর্ধনশীল দেশগুলির মধ্যে একটি এবং ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার৷

ইরিনা হক

লেখক : গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং ফ্রিল্যান্স কলামিস্ট

(বাংলাভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে। প্রকাশিত লেখাটির আইনগত, মতামত বা বিশ্লেষণের দায়ভার সম্পূর্ণরূপে লেখকের, বাংলাভিশন কর্তৃপক্ষের নয়। লেখকের নিজস্ব মতামতের কোনো প্রকার দায়ভার বাংলাভিশন নিবে না।)

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2