• NEWS PORTAL

  • রবিবার, ১৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মোহাম্মদ আতাউর রহমান ভূঞা স্মরণে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০০:২৫, ১৮ মে ২০২৫

আপডেট: ০০:২৯, ১৮ মে ২০২৫

ফন্ট সাইজ
মোহাম্মদ আতাউর রহমান ভূঞা স্মরণে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন

সিপিবি'র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন আয়োজন করা। দীর্ঘমেয়াদি সংস্কারের কাজ তাদের নয়, এ কাজ নির্বাচিত সরকারের। 

শনিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে শিক্ষকনেতা ও রাজনীতিবিদ মোহাম্মদ আতাউর রহমান ভূঞা স্মরণে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আলোচক ছিলেন মহিলা পরিষদের সভাপতি ডা. ফাওজিয়া মোসলেম, অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, বুয়েটের অধ্যাপক ড. রিয়াজ হাসান খন্দকার, প্রবীণ সাংবাদিক কার্তিক চ্যাটার্জি ও সাংবাদিক বাসুদেব ধর, বাংলাভিশন নিউজ চিফ ড. আবদুল হাই সিদ্দিক, বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এস এম এ সবুর। স্বাগত বক্তব্য রাখেন নিখিল প্রকাশনের ব্যবস্থাপক নিখিল চন্দ্র শীল।

রাজনীতিবিদ ও শিক্ষক নেতা মরহুম আতাউর রহমান ভূঞা স্মৃতিচারণ করে বক্তারা বলেন, রাজনীতিক অঙ্গনে ত্যাগ-তিতীক্ষা ও গণমানুষের পক্ষে আজীবন কাজ করেছেন এবং শিক্ষকতা পেশাকেও তিনি মহিমান্বিত করে গেছেন।

প্রধান অতিথির বক্তব্যে ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, দেশের এ সময়ে তাঁর মতো এমন মহৎ ব্যক্তির খুবই প্রয়োজন ছিলো।  

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2