শাড়িতে ফ্রেমবন্দি হলেন বুবলী
শবনম বুবলী
শাড়ি পছন্দ করে না এমন বাঙালি নারীর সংখ্যা হয়তো কমই আছে। কথায় বলে, শাড়িতে নারী। অর্থাৎ শাড়িতেই নারীকে সবচেয়ে বেশি সুন্দর দেখায়।
উপমহাদেশের সংস্কৃতির সঙ্গে নারীর পোশাকে শাড়ির একটি গভীর সম্পর্ক রয়েছে। যদি শুধু বাঙালির কথা বলা হয়, তাহলে শাড়ি সম্পর্কে এই সব কথায় সত্য।
ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ফ্যাশন সচেতন এ নায়িকার শাড়ির প্রতি রয়েছে আলাদা অনুরাগ। প্রায় সময় শাড়িতে ধরা দেন এ নায়িকা।
বুবলীর ফেসবুক ওয়াল ঘুরে দেখা যায়, প্রায় সময় শাড়িতে ফ্রেমবন্দি হন তিনি। ১১ সেপ্টেম্বর নিজের ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন বুবলী।
পার্পেল রঙের শাড়ি ও ব্লাউজ পরে ক্যামায় পোজ দেন বুবলী। তার ছবির নিচে কমেন্ট বক্সে প্রশংসায় ভাসিয়েছেন
বিভি/জোহা
মন্তব্য করুন: