• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বাংলাদেশ-ওমান ম্যাচের টার্নিং পয়েন্ট

প্রকাশিত: ১৬:৩৩, ২০ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
বাংলাদেশ-ওমান ম্যাচের টার্নিং পয়েন্ট

ওমানের বিপক্ষে ২৬ রানে জিতেছে বাংলাদেশ। টি-২০ ফরম্যাটে যা বড় জয়। তবে জিততে ঘাম ঝরাতে হয়েছে টাইগারদের। ছিনিয়ে নিতে হয়েছে জয়। ছবি: টুইটার

ব্যাট হাতে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন নাঈম শেখ ও সাকিব আল হাসান। নাঈম ধীরে ব্যাটিং করলেও তাঁর ৫০ বলে ৬৪ রানই পার্থক্য গড়ে দিয়েছে। ছবি: টুইটার

টপ ও মিডল অর্ডারে ব্যাটিং অর্ডারে বদলে এনে ও দ্রুত উইকেট হারিয়ে ম্যাচের মোমেন্টাম হারিয়ে ফেলে বাংলাদেশ। ছবি: টুইটার

 ঝড়ো ব্যাটিং শুরু করে ম্যাচ বের করে নেওয়ার আভাস দেয় ওমান। শুরুতে মুস্তাফিজ দুই উইকেট তুলে নিয়ে দলের আশা বাঁচিয়ে রাখে।

 মিডল ওভারে শেখ মাহেদি ও সাইফউদ্দিন দারুণ দুই ওভার করে ম্যাচের চিত্র ঘুরিয়ে দেন। স্বল্প রানের ওই দুই ওভার করতে না পারলেই ম্যাচ বেরিয়ে যেতো হাত থেকে। ছবি: টুইটার

 সাকিব ও মুস্তাফিজ লোয়ারে পরপর উইকেট তুলে নিয়ে ওমানের ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেন। দলকে এনে দেয় ০.৫০০ বোনাস পয়েন্ট পাওয়া জয়। 

বিভি/এসএম

মন্তব্য করুন: