• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

প্রকৃতির মতই স্নিগ্ধ পাহাড়ি কন্যারা

ছবি : হাসিনুর রেজা চঞ্চল

প্রকাশিত: ১৫:৫০, ২৯ জুন ২০২২

আপডেট: ১৬:৩৭, ২৯ জুন ২০২২

ফন্ট সাইজ
প্রকৃতির মতই স্নিগ্ধ পাহাড়ি কন্যারা

মারমা কন্যা

কিছুদিন আগে সাদী শাশ্বত নামের একজন কবির লেখা ‘পাহাড়ে চলে যাবো’ নামক একটি কবিতা নিয়ে বেশ বিতর্ক হয়েছে ফেসবুকে। সেখানে কবি চাকমা মেয়েকে বিয়ে করার বাসনার কথা জানিয়েছেন। আদিবাসীদের জীবনযাপন এবং মাতৃতান্ত্রিক সমাজ নিয়ে তিনি কী কী শুনেছেন সেসব লিখেছেন এবং ‘উন্মুক্ত উপত্যকায় তাদের সঙ্গে উদাসীন সঙ্গমে মেতে থাকা’-র বাসনাও প্রকাশ করেছেন। তবে যৌন্দর্যে দিক দিয়ে এগিয়ে শুধু চাকমা মেয়েরাই নয় এদের মতো আরও আছে আছে পাঙ্খয়া কন্যা, বম কন্যা, লুসাই কন্যা, তঞ্চংগ্যা কন্যা, মুরং কন্যা, মারমা কন্যা, খুমি কন্যা, চাকমা কন্যা ও খিয়াং কন্যা। 

পাঙ্খয়া কন্যাপাঙ্খয়া কন্যা

বম কন্যা

লুসাই কন্যা

তঞ্চংগ্যা কন্যা

মুরং কন্যা

খুমি কন্যা

চাকমা কন্যা

খিয়াং কন্যা

 

 

 

বিভি/এএন

মন্তব্য করুন: