• NEWS PORTAL

শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে বাংলাভিশনের পর্দায় থাকছে যেসব নাটক

প্রকাশিত: ১৫:৩০, ২৯ জুন ২০২৩

আপডেট: ১৬:৩৪, ২৯ জুন ২০২৩

ফন্ট সাইজ
ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে বাংলাভিশনের পর্দায় থাকছে যেসব নাটক

ঈদের বিশেষ নাটক

বিশেষ দিনে দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দিতে বাংলাভিশনের থাকে নানা আয়োজন। বরাবরের মতো ঈদকে কেন্দ্র করে বিশেষ নাটক ও টেলিফিল্ম দেখা যাবে জনপ্রিয় এই বেসরকারি টিভি চ্যানেলটির পর্দায়।

নাটক- এক ডজন গার্ল ফ্রেন্ড

নাটক- 'এক ডজন গার্ল ফ্রেন্ড' প্রচারিত হবে ঈদের দিন ৭ টা ৪৫ মিনিটে । পরিচালনা মাইদুল রাকিব। অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। 

 

নাটক- ডাবল ডোজ

নাটক- ডাবল ডোজ প্রচারিত হবে ঈদের ২য় দিন। প্রীতি দত্তের পরিচালনায় এতে দেখা যাবে নিলয় আলমগীর ও হিমিকে। 

 

নাটক- গিঁটবিদ্যা

নাটক- গিঁটবিদ্যা দেখা যাবে ঈদের ৩য় দিন সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে। হারুন রুশো পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও সারিকা সাবরিন। 

নাটক- দিওয়ানা

নাটক- দিওয়ানা প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন। নাটকটি পরিচালনা করেছেন অ্যালেন টিটো, অভিনয় করেছেন শামীম সরকার ও অহনা রহমান। 

নাটক- অ্যাকশন রোমিও

নাটক- অ্যাকশন রোমিও। মোহন আহমেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আরশ খান ও অনামিকা ঐশি। ঈদের ৭ম দিন প্রচারিত হবে বাংলাভিশনের পর্দায়। 

বিভি/জোহা

মন্তব্য করুন: