• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাসায় খালেদা জিয়া, লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে যা বললেন চিকিৎসক

প্রকাশিত: ২২:২৯, ২ মে ২০২৪

ফন্ট সাইজ
বাসায় খালেদা জিয়া, লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে যা বললেন চিকিৎসক

রাজধানী এভারকেয়ার হাসপাতালে ২৪-২৫ ঘণ্টা চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার লিভার ট্রান্সপ্লান্ট অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন। তিনি বলেছেন, বিদেশে নিয়ে যত তাড়াতাড়ি সেটা সম্ভব হবে তত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠবেন।  

বৃহস্পতিবার (২ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এসব কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।

তিনি আরও জানান, মেডিক্যাল বোর্ড তার স্বাস্থ্যের সার্বক্ষণিক খোঁজখবর রাখার পরামর্শ দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন মোটামুটি সুস্থ আছেন। তার হার্টে রিং পড়ানো হয়েছে। তিনি কিডনি জটিলতায় ভুগছেন। 

ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার লিভার ট্রান্সপ্লান্ট ৬ মাস দেরি হয়ে গেছে। যেটা জীবনের জন্য আশঙ্কাজনক বলেও জানান তিনি। 

রাত ৮টা ২০ মিনিটের  দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টা ৫৫ মিনিটে বাসায় পৌঁছান তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2