• NEWS PORTAL

  • সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান ডা. জাহিদ হোসেনের

প্রকাশিত: ১৯:৩৪, ২৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১৯:৩৪, ২৭ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান ডা. জাহিদ হোসেনের

ছবি: ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি তার। 

বুধবার (২৭ নভেম্বর) শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

এসময় বিএনপি নেতা ডাক্তার জাহিদ বলেন, ৯০ ও ২৪-এর গণঅভ্যুথান থেকে রাজনীতিবীদদের শিক্ষা নিতে হবে। ছাত্র-জনতার আন্দোলন ব্যর্থ করার জন্য পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, ইসকন নেতা চিন্ময়কে গ্রেফতার নিয়ে ভারতের উদ্বেগ দেখানোর কিছু নেই, এটা বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়।

এদিকে, স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম বলেন, ৯০-এর অভ্যুত্থান ও ২৪ এর বিপ্লব শিখিয়েছে স্বৈরাচার কখনো স্থায়ী হয় না। দেশে নতুন করে কোন স্বৈরাচারকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।  

বিভি/এআই

মন্তব্য করুন: