মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি
ছবি: মিজানুর রহমান সিনহা (বায়ে) ও মো. মহিউদ্দিন ( ডানে)
মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী, মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই মো. মহিউদ্দিনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিরাজদিখান উপজেলার মো. আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা শ্রীনগর উপজেলার বাসিন্দা আব্দুল বাতেন শামীম, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও টংগিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল হোসেন দোলন।
বিভি/এমআর




মন্তব্য করুন: