• NEWS PORTAL

  • সোমবার, ০৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশকে পুতুল রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ: আখতার হোসেন

রংপুর ব্যুরো 

প্রকাশিত: ১৮:২০, ৩ মে ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশকে পুতুল রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গত ১৬ বছরে দেশের পররাষ্ট্রনীতিতে এমন এক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে বাংলাদেশের আত্মমর্যাদার বার্তা আন্তর্জাতিক মহলে, বিশেষ করে প্রতিবেশী ভারতের কাছে যথাযথভাবে উপস্থাপিত হয়নি।

শনিবার (৩ মে) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি পুরাতন মাঠে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, তিস্তা চুক্তি এখনো বাস্তবায়িত হয়নি। তবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অন্তবর্তীকালীন সরকার কাজ করছে, আমরা আশাবাদী যে জনগণের প্রত্যাশা পূরণ হবে।

অনুষ্ঠানে রংপুর জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2