• NEWS PORTAL

  • রবিবার, ১৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খুলনায় বিএনপির তারুণ্যের সমাবেশে অংশ নিয়েছে ১৮ জেলার নেতা-কর্মী

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১৭:১০, ১৭ মে ২০২৫

আপডেট: ১৭:৪৬, ১৭ মে ২০২৫

ফন্ট সাইজ
খুলনায় বিএনপির তারুণ্যের সমাবেশে অংশ নিয়েছে ১৮ জেলার নেতা-কর্মী

খুলনার সার্কিট হাউজ মাঠে তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের খুলনা ও বরিশাল বিভাগের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। পদ্মার এপারের ১৮ টি জেলার লাক্ষাধিক তরুণ সমাবেশে অংশ নিয়েছে। 

শনিবার দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন জেলার নেতাকর্মীরা সমাবেশ স্থলে সমবেত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। সমাবেশে বক্তব্য রাখবেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েন মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুন শক্তিকে সম্মেলন থেকে দিক নির্দেশনা দেয়া হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2