গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না: আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘একটি অনিশ্চিত দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।’ রবিবার (১৮ মে) সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, করিডোর, বন্দরসব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চললেও কিন্তু নির্বাচন নিয়ে কোন আলাপ নেই। দিন যত যাবে শঙ্কা তত বাড়ছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
তিনি বলেন, যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ ত্যাগ স্বীকার করেছেন তা বৃথা যেতে পারে না। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার কোন কারণ নেই বলেও জানান তিনি।
আমীর খসরু বলেন, দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে আদালত আদেশ দিলেও তা বাস্তবায়িত হচ্ছে না। এটি বাস্তবায়নের বাধা কোথায় সে প্রশ্নও তোলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: